রাকিব হাসান পটুয়াখালীঃ প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে সুপার সাইক্লোন আম্পানের তান্ডবে পাঁচশতাধিক কাঁচা ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ঈদগাহ মাঠ বিধ্বস্ত হয়েছে। প্রায় ১০০ হেক্টর জমির রবিশষ্য মুগডাল, তিল, তিসি এবং তিন কিলোমিটার পাঁকা সড়ক নষ্ট হয়েছে। পল্লী বিদ্যুতের প্রায় তিন কিলোমিটার বিদ্যুৎ লাইন খুঁটি সহ উপরে পড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ হয়ে গেছে। তবে বিছিন্ন ইউনিয়ন চন্দ্রদ্বীপ এবং ধুলিয়্ াইউনিয়নের ব্যাপক ক্ষতি হয়েছে। ধুলিয়া লঞ্চঘাটের পল্টুনের গ্যাং ওয়ে ছিড়ে বিছিন্ন হয়ে পরেছে পল্টুনটি। ঝড়ের তান্ডবে বিদ্যুতিক খুটি পড়ে যায়। বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, সরকারিভাবে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে জেলা প্রশাসককে পাঠানো হয়েছে।