পলাশবাড়ীতে রডবাহী ট্রাক দুর্ঘটনায় নিহত-১৩

0
665
পলাশবাড়ীতে রডবাহী ট্রাক দুর্ঘটনায় নিহত-১৩

সুদীপ্ত শামীম:
গাইবান্ধার পলাশবাড়ীতে (রডবাহী) একটি ট্রাক রাস্তার পাশে খাঁদে পড়ে ৩ শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ওই ট্রাকে করে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।

বুধবার শেষ রাতে ঝড়ের মধ্যে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়ী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ঢাকা থেকে রংপুর অভিমুখে আসা একটি রড বোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৩-৫৬৯৮) ঢাকা-রংপুর মহাসড়কের দুবলাগাড়ী নামক স্থানে রাতে যেকোন সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পার্শ্বের একটি খাদে উল্টে যায়।

বৃহস্পতিবার খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও গোবিন্দগঞ্জ ফায়ার সাভির্সের টিম উদ্ধার কাজ চলাকালে পানির নিচে থেকে রড উপরে উঠানোর সময় লাশ দেখতে পায়। পরবর্তীতে সেখান থেকে ৩ শিশুসহ ১৩ জনের লাশ উদ্ধার করা হয়।

পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান ও গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ি ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ঢাকা থেকে রংপুরগামী রডবাহী ট্রাকটি ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাঁদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা ঢাকা থেকে আসা ১৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here