বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক ফোরামের চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

0
605
বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক ফোরামের চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

খবর৭১ঃ

আজ ২০ মে বুধবার বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক ফোরামের চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
আহ্বায়ক -সুমন খালেদ, যুগ্ন-আহবায়ক- মোঃ শাহজালাল রানা, মোহাম্মদ জিপন উদ্দিন -সদস্য সচিব সহ মোট ৩৯ সদস্যের কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক -সুমন খালেদ (সম্পাদক সি ভিশন টিভি,সাবেক প্রোগ্রামার হেড(চট্টগ্রাম) এশিয়ান টিভি)।,যুগ্ন-আহবায়ক- মোঃ শাহজালাল রানা (দৈনিক সরেজমিন বার্তা, দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম(সভাপতি -চট্টগ্রাম জেলা), সাংগঠনিক সম্পাদক -বাংলাদেশ আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগ,চট্টগ্রাম জেলা), মোহাম্মদ জিপন উদ্দিন -সদস্য সচিব-(দৈনিক সরেজমিন বার্তা, দৈনিক চট্টগ্রাম, জবাবদিহি), মোহাম্মদ আরিফুর রহমান স্বপন (দৈনিক যায়যায়দিন, The News Today, সাংগঠনিক সম্পাদক-লাকসাম প্রেস ক্লাব, কুমিল্লা),মোহাম্মদ নাঈম উদ্দিন (বিজয় টিভি), কায়সার হামিদ মানিক (দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক পূর্বকোণ), আব্দুল করিম (সাপ্তাহিক অভিযোগ, চট্টগ্রাম ব্যুরো), আরফাত আহমেদ আরমান ( দৈনিক জবাবদিহি, দৈনিক আজকের প্রসঙ্গ), মোঃ মঈনুল ইসলাম রুকন(দৈনিক পত্রিকা), মোঃ আবদুর রহিম (দৈনিক আজকের জীবন, দৈনিক আমাদের কুমিল্লা, আহবায়ক -মনোহরগঞ্জ প্রেস ক্লাব, কুমিল্লা), নাজমুল আনোয়ার সজীব ( চট্টগ্রাম ব্রেকিংস২৪), মোঃ আবু মনছুর ( দৈনিক সুপ্রভাত), আরিয়ান লেনিন (স্বত্বাধিকারী- সি ভিশন টিভি), ফোরকান মাহমুদ (দৈনিক আলোকিত সকাল), মোঃ সিরাত মঞ্জুর (দৈনিক আলোকিত সকাল), মোঃ জয়নাল আবেদীন (দৈনিক চট্টগ্রাম), মোঃ আজাদুল ইসলাম (দৈনিক চট্টগ্রাম), মোঃ আবুল কাশেম (দৈনিক পত্রিকা), মোঃ সায়েম মাহমুদ (সম্পাদক -চট্টগ্রাম ট্রিবিউন), মোঃ আবদুল্লা আল মামুন (দৈনিক অধিকার), সিদ্দিক আহমদ আতিক ( দৈনিক সরেজমিন বার্তা), ফারুক হোসেন (দৈনিক পত্রিকা), মোঃ রমজান আলী (সিএনআই), জাবেদুল ইসলাম (দৈনিক বাংলাদেশ সমাচার, বার্তা সম্পাদক- বাংলা টেলিকাস্ট), মোঃ আবুল হাসনাত (দৈনিক দেশপ্রেম), আলী আকবর রনি (এডমিন ও রিপোর্টার- মিরশ্বরাই টিভি), হাছিবুর রহমান (দৈনিক পত্রিকা), নওশাদ কামরুল হাসান( চ্যানেল২৬ টিভি), নাজমুল ইসলাম শামীম ( সংবাদ প্রতিদিন), অহিদুর রহমান মানিক (দৈনিক পত্রিকা), মোহাম্মদ আবদুল্লা (চট্টগ্রাম ট্রিবিউন), সাদিয়া ফারজানা (দৈনিক পত্রিকা), মোঃ ইরফানুল ইসলাম (দৈনিক পত্রিকা), মাহতাব উদ্দিন চৌধুরী (সকালের সংবাদ), রেদোয়ান হোসেন জনি (খবর৭১, মিরসরাই নিউজটুয়েন্টিফোর), আলিম উল্ল্যাহ রিপন ( এডমিন এবং রিপোর্টার -মিরশ্বরাই নিউজ২৪.কম), মোঃ হেলাল উদ্দিন সাগর (চট্টগ্রাম ট্রিবিউন), আসিফুল ইসলাম ( সিটিজি ক্যাম্পাস, মিরশ্বরাই নিউজ), মোঃ মোরশেদুল আলম মামুন(নির্বাহী সম্পাদক -চট্টগ্রাম ব্রেকিংস২৪)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here