খবর৭১ঃ
ঝালকাঠিতে ঘুর্ণিঝড় আমপানের প্রভাবে সুগন্ধা-বিষখালীসহ নদ-নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। গত রাত থেকে দমকা হাওয়া সহ থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। জেলার ২৭৪টি আশ্রয় কেন্দ্র এবং প্রায় ৪শ শিক্ষা প্রতিষ্ঠানের পাকা ভবন প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে এ পর্যন্ত প্রায় ৩ হাজার মানুষ এবং ৪ শতাধিক গবাদিপশু আশ্রয় নিয়েছে। ৫টি কন্ট্রোল রুম খোলা হয়েছে, এদিকে কোন কোন আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার না পাওয়ার অভিযোগ রয়েছে।