মুরাদনগরে ২৪ ঘন্টায় ৩১জন করোনায় আক্রান্ত

0
435
ছাতকে করোনা ভাইরাসে ডাক্তারসহ নতুন আক্রান্ত ১৬

মোঃ রাসেল মিয়া,মুরাদনগর,কুমিল্লা,প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক একই গ্রামের ২৪ জনসহ ৩১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলায় এই রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল আলম। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬৯জনে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৯ই মে সর্বশেষ প্রাপ্ত ফলাফলে নতুন করে একই গ্রামের ২৪জনসহ ৩১জনের করোনা শনাক্ত হয়। তারা হলেন নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তরত্রিশ গ্রামের ২৪জন, উপজেলা সদরে হাজী ফার্মেসী এবং রাজিয়া ফার্মেসীর মোট ৪জন, ছুটিতে আসা একজন পুলিশ সদস্য এবং ২জন স্বাস্থ্যকর্মী।

এর আগে মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামে ১২জন, নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তরত্রিশ গ্রামের একই পরিবারের ৫জন, রহিমপুর গ্রামের ১জন, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঠালিয়াকান্দা গ্রামে এক পরিবারের ৫ জন, রামচন্দ্রপুর বাজার সংলগ্ন এক ইউপি সদস্যসহ ২জন, মুরাদনগর সদরে মোহনা আবাসিক এলাকায় ১জন, মুরাদনগর সদর ইউনিয়নের নাগেরকান্দি গ্রামে ৪জন, দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের ১ জন, ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর গ্রামে ১জন, উপজেলার সাবেক স্বাস্থ্য কর্মকর্তার মেয়ে ১ জন, পাহাড়পুর ইউনিয়নের প্রান্তি গ্রামের ১ জন ও সুরানন্দি গ্রামের ৩ জন।

এছাড়াও উপজেলা সদর ইউনিয়নের নাগেরকান্দি গ্রামে করোনায় আক্রান্ত হয়ে নাছির নামের এক প্রবাসী এবং উত্তরত্রিশ গ্রামের খালেক নামের এক ব্যবসায়ী মৃত্যুবরন করেন। অপরদিকে দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের একজন করোনা রোগী পালিয়ে গেলেও এখনো তার কোন খোঁজ মেলেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here