সুদীপ্ত শামীম:
গাইবান্ধায় করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে হঠাৎ কর্মহীন হয়ে পড়েছেন কম আয়ের মানুষ। আয় বন্ধ তাই অনেকের ঘরে খাবারও নেই। অনাহারে-অর্ধাহারে দিন পার করছেন তারা। অসহায় এসব মানুষের সাহায্যে এগিয়ে এসেছে জাগো ফাউন্ডেশন। নিম্ন আয়ের এক হাজারেরও বেশি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
এরই অংশ হিসেবে সোমবার (১৮ মে) দুপুরে জাগো ফাউন্ডেশনের অঙ্গসংস্থা ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে প্রাথমিক পর্যায়ে ২৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গাইবান্ধা জাগো অনলাইন স্কুল মাঠে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ভলান্টিয়ার ফর বাংলাদেশের (ভিবিডি) গাইবান্ধা জেলার প্রেসিডেন্ট মাহফুজুর রহমান মুন্না, ভিবিডি গাইবান্ধা জেলার মানব সম্পদ কর্মকর্তা শরিফুল ইসলাম শাকিল, ভিবিডি গাইবান্ধা জেলার ভাইস প্রেসিডেন্ট আমিনুল ইসলাম, ভিবিডি গাইবান্ধা জেলার কোষাধ্যক্ষ জেমিসহ অনেকে উপস্থিত ছিলেন।
ভলান্টিয়ার ফর বাংলাদেশের (ভিবিডি) গাইবান্ধা জেলার প্রেসিডেন্ট মাহফুজুর রহমান মুন্না বলেন, আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত করতে এমন কার্যক্রম চলমান থাকবে।