শেরপর থেকে আবু হানিফ :
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষের চলাচল সীমিত করায় বিপদে পড়েছেন শ্রমজীবী কর্মহীন মানুষ। কর্মহীন মানুষের পাশে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে খাবার সামগ্রী সহ আর্থিক অনুদান বিতরণ করা হচ্ছে। শেরপুরে এবার সংস্কৃতি কর্মীদের আর্থিক অনুদান দিয়েছে ঢাকাস্থ শেরপুর সমিতি। সাবেক নৌ-সচিব আব্দুস সামাদ ফারুকের উদ্যোগে সংগৃহিত এ আর্থিক অনুদান ১৮ মে সোমবার দুপুরে শেরপুর পৌরসভার সভাকক্ষে জেলার ২৭ জন সংস্কৃতি কর্মীর মাঝে বিতরণ করা হয়। পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম শেরপুর জেলা কমিটির সভাপতি কমল কান্তি পাল, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক হাকিম বাবুল সংস্কৃতিকর্মীদের হাতে ২ হাজার টাকা করে এ অনুদানের অর্থ তুলে দেন।
এদিকে, সকালে শেরপুর সদর উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে ৮৫ জন দু:স্থ্য-অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব উপহার সামগ্রীর মধ্যে ছিলো- প্রতি প্যাকেটে ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই, ১ টি লাইফবয় সাবান ও ১ টি মাস্ক। এছাড়া এক গৃহকর্মীর ছেলে জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়ের এক মেধাবী ছাত্রকে ২ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। অফিসার্স ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মাসুদ, উপজেলা কৃিষ কর্মকর্তা পিকন কুমার সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা, ভেটেরানারী সার্জন, সমাজসেবা বর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা সহ অফিসার্স ক্লাবের সদস্যরা।