ইটস্ হিউম্যানিটি ফাউন্ডেশন পরিচালিত স্কুলের শিক্ষার্থীদের পাঁচশত পরিবারকে একমাসের খাদ্য সহায়তা প্রদান

0
639
ইটস্ হিউম্যানিটি ফাউন্ডেশন পরিচালিত স্কুলের শিক্ষার্থীদের পাঁচশত পরিবারকে একমাসের খাদ্য সহায়তা প্রদান

মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধি :

সৈয়দপুরে করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন অসহায় পরিবারদের মাঝে খাদ্য সহয়তা বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে ইটস্ হিউম্যানিটি ফাউন্ডেশন (আইএইচএফ) নামে সমাজসেবা মূলক বেসরকারি সংস্থা। সংস্থাটির সৈয়দপুর শাখার পক্ষ থেকে আজ সোমবার সকালে ফাউন্ডেশন পরিচালিত আইএইচএফ স্কুলের দরিদ্র শিক্ষার্থীদের পরিবারসহ বিভিন্ন এলাকার পাঁচশত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

সৈয়দপুর সরকারি কারিগরি কলেজ মাঠ চত্বরে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রতিটি পরিবারের মাঝে একমাসের খাদ্য সহায়তা দেয়া হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। এতে সভাপতিত্ব করেন ইটস্ হিউম্যানিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আদনান হোসেন। সংস্থাটির কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরে স্বাগত বক্তব্য বলেন সংস্থার চেয়ারম্যান মো. আদনান হোসেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য বলেন
সৈয়দপুর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকি, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সংস্থার উপদেষ্টা মো. মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও উপদেষ্টা হাজী আলতাফ হোসেন, সংস্থার সৈয়দপুর শাখার সাধারন সম্পাদক শেখ নিজাম উদ্দিন প্রমুখ। সামাজিক ও মানবিক সংস্থা আইএইচএফ আয়োজিত খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সৈয়দপুর শাখার যুগ্ম সাধারন সম্পাদক মো.খালিদ আজম।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের পরিবারসহ সকলের উদ্দেশ্যে প্রধান অতিথি সংসদ সদস্য রাবেয়া আলীম বলেন বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দেশের জনগন এ পরিস্থিতিতে যাতে কোন সমস্যায় না পরে সেজন্য সারাদেশে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। এছাড়া ৫০ লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তাও দিচ্ছেন। তিনি বলেন এই সঙ্কটময় মূহুর্তে সরকারের পাশাপাশি সৈয়দপুরে ইটস্ হিউম্যানিটি ফাউন্ডেশন কর্মহীন অসহায় জনগনের পাশে দাড়ানোর জন্য তাদের ধন্যবাদ জানান। এসময় তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে সামজিক দূরত্ব বজায় রেখে আমরা যদি সকলকে সচেতন করতে পারি তাহলে ভয়াবহ এ ভাইরাস থেকে আমরা মুক্তি পাব। তিনি খাদ্য সহায়তা প্রদান করে জনগনের পাশে দাড়ানোর জন্য আইএইচএফ’র সকলকে ধন্যবাদ জানান। একইসাথে করোনা ভাইরাস সম্পর্কে জনগনকে সচেতন করতে অন্যান্য কর্মসুচি দেয়ার আহবান জানান প্রধান অতিথি। এজন্য সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন সংসদ সদস্য রাবেয়া আলীম। পরে কয়েকজন পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে এ কর্মসুচির উদ্বোধন করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান মন্ডল, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ নেতা প্রকোশৌলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, ইটস্ হিউম্যানিটি ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী আজহার হোসেন, সাধারন সম্পাদক সৈয়দ ফাজলে নিয়াজ, সৈয়দপুর শাখার সহ সভাপতি শাহিদ আখতার,
কোষাধ্যক্ষ মো. শাহিন হোসেন, সদস্য মো. শাহবাজ উদ্দিন সবুজ, আরাফাত হোসেন,মো. আজিমসহ ইটস্ হিউম্যানিটি ফাউন্ডেশনের পরিচালনায় সৈয়দপুরের আইএইচএফ স্কুলের শিক্ষকবৃন্দ। বিতরন করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৩০ কেজি চাল,৮ কেজি আটা, ৮ কেজি আলু,২ লিটার ভোজ্য তেল,৩ কেজি চিনি,সাড়ে ৩ কেজি মসুর ডাল,দেড় কেজি চিড়া,১ কেজি লবন ও ৪ পিস কাপড় কাঁচা সাবান। সামাজিক দূরত্ব বজায় রেখে সৈয়দপুরে তিনটি এলাকায় ইটস্ হিউম্যানিটি ফাউন্ডেশন পরিচালিত আইএইচএফ স্কুলের দরিদ্র পরিবারসহ বিভিন্ন এলাকার পাঁচশত পরিবারের সদস্যদের মাঝে অনুষ্ঠানস্থলে তৈরী করা ৯টি প্যন্ডেলে রাখা প্রতিটি পণ্যের প্যাকেট তুলে দেন সংস্থাটির স্বেচ্ছাসেবকরা।
আইএইচএফ’র কার্যক্রম প্রসঙ্গে জানতে চাইলে সংস্থাটির কেন্দ্রীয় চেয়ারম্যান মো. আদনান হোসেন জানান,
গত ২০১০ সালের ৪ জুন ওই সংস্থাটি গড়ে তােলা হয়।

তখন থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থাটি। এছাড়া সংস্থাটির মাধ্যমে সৈয়দপুরে ৩ টি আইএইচএফ স্কুল পরিচালনা করা হচ্ছে। এসব স্কুলে সমাজের দরিদ্র ও অসহায় পরিবারের সাড়ে ৬ শত শিশু সন্তানকে বিভিন্ন শ্রেণীতে শিক্ষা দেয়া হচ্ছে। একইসাথে পড়ালেখার জন্য প্রতিষ্ঠানটির মাধ্যমে শিক্ষা উপকরণ বিতরনসহ তাদের পরিবারকে অন্যান্য সহায়তা প্রদান করা হয়ে থাকে। তিনি বলেন, বেকারত্ব ঘুচিয়ে কর্মসংস্থানের জন্য নারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে হস্তশিল্পসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষনের জন্য পরিচালনা করা হচ্ছে বিভিন্ন ট্রেনিং সেন্টার। এসব কার্যক্রম ঢাকাতেও চলমান রয়েছে বলে জানিয়ে,আদনান হোসেন বলেন তাদের সংগঠন মানবিক ও সমাজসেবায় অংশ নিয়ে থাকে। তিনি বলেন করোনা ভাইরাস পরিস্থিতির শুরু থেকেই তাদের সংস্থা মানবসেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার সকালে পাঁচশত পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়। তিনি বলেন করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের সংস্থার এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এরআগে সৈয়দপুর শহরে ওই সংস্থার পক্ষ থেকে চার দফায় কর্মহীন ৮০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
প্রসঙ্গতঃ সৈয়দপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আকতার হোসেনের পুত্র মো. আদনান হোসেন সমাজসেবার অভিপ্রায়ে ইটস্ হিউম্যানিটি ফাউন্ডেশন (আইএইচএফ) নামে সংস্থাটি গড়ে তোলেন। তাঁর গড়ে তোলা সংস্থাটি বিগত ১০ বছর ধরে বিভিন্ন সমাজসেবায় কাজ করে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here