খবর৭১ঃ করোনা ভাইরাসের বিস্তার রোধে সাধারণ ছুটির মেয়াদ আসন্ন ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত বাড়ানো হতে পারে। করোনার প্রাদুর্ভাব বাড়তে থাকায় এবং ঈদের আগে মাত্র ৪ কর্মদিবস থাকায় অফিসগুলো না খুলে সাধারণ ছুটি ঈদ পর্যন্ত বাড়তে পারে বলে আভাস পাওয়া গেছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত পাইনি। মাননীয় প্রধানমন্ত্রীও ছুটির বিষয়ে কোনো নির্দেশনা দেননি। সামনে যেহেতু ঈদ আছে সেহেতু কাল-পরশুর মধ্যে হয়তো চিন্তা-ভাবনা করেই তিনি সিদ্ধান্ত জানাবেন। তবে বর্তমানে যে অবস্থা, তাতে সবকিছু মিলিয়ে মনে হয় ছুটি বাড়বে।
ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২১ মে শবে কদরের ছুটি রয়েছে, ২২ মে এবং ২৩ মে সাপ্তাহিক ছুটি এবং ২৪ থেকে ২৬ মে পর্যন্ত ঈদের ছুটি রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি-বেসরকারি অফিস প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। পরবর্তীতে তা কয়েক দফায় ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়।