প্রত্যাশা ‘৮৬ সৈয়দপুরের পক্ষ থেকে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

0
598
প্রত্যাশা '৮৬ সৈয়দপুরের পক্ষ থেকে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর প্রতিনিধিঃ সামাজিক সংগঠন প্রত্যাশা ‘৮৬, সৈয়দপুরের পক্ষ থেকে চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের খেলার মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ওইসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মহীনদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে এ কর্মসুচির উদ্বোধন করেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম। এ সময় সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল ও সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হানসাত খান উপস্থিত ছিলেন।

এতে প্রত্যাশা ‘৮৬ সভাপতি ও নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. এস.এম জামিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ করিম উদ্দিন, প্রকৌশলী মো. রবিউল ইসলাম লিটন, প্রধান শিক্ষক টিকেন রায় মীরু, বিশিষ্ট ব্যবসায়ী মো. মমতাজুল ইসলাম মিন্টু, আফরোজা বেগম লুনা, মাহামুদুন্নবী স্বপন, শেখ শহিদুল ইসলাম, মো. নাসিম উদ্দিন,মো.আব্দুল আউয়াল, মো.সফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণে সার্বিক সহায়তা করেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সাড়ে ৬ শ” কর্মহীন অসহায়, গরীব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবন, তেল ও সাবান। উল্লেখ্য, নীলফামারীর সৈয়দপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি. ‘৮৬ ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হয় সামাজিক সংগঠন প্রত্যাশা ‘৮৬’র সদস্যরা বর্তমানে দেশে বিদেশে সরকারি- বেসরকারি নানা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত রয়েছেন।

সংগঠনটির সভাপতি সভাপতি ও নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. এস এম জামিল বলেন, ‘বন্ধুত্ব বিনির্মানেও সমাজ কল্যাণেও’ শ্লোগানকে সামনে রেখে ২০১৭ সালে সংগঠনটির আত্মপ্রকাশের পর থেকেই সংগঠনটির ব্যানারে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, দুস্থদের চিকিৎসা সেবা প্রদানে নিয়মিত হেলথ ক্যাম্প প্রভূতি কর্মসুচি পালন করে করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সংগঠনের সদস্যদের আর্থিক সহায়তায় বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে হ্যান্ড স্যানিটাইজার ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here