সুদীপ্ত শামীমঃ
মহামারী করোনাভাইরাসে শ্রমিক সংকটে যখন প্রান্তিক কৃষকরা চরম উৎকন্ঠায় রয়েছে সেই দুঃসময়ে কৃষকদের ধান কাটতে পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায় গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষকদের ধান কাটা অব্যাহত রেখেছে ছাত্রলীগ নেতারা।
সোমবার (১১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারের নির্দেশনায় উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর বামনজল গ্রামের প্রান্তিক কৃষক মোনারুল ইসলামের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয় পৌর ছাত্রলীগ।
পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সুমন মিয়ার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কাটা সম্পন্ন করে কৃষকের বাড়িতে পৌঁছে দেন।
ধান কাটায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি- সাইফুল ইসলাম ফরহাদ মন্ডল, উপজেলা ছাত্রলীগ নেতা- এনামুল হক বিজয়, সজিব মন্ডল, সন্ধি, নাহিদ হাসানসহ আরও অনেকেই।
পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সুমন মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতা-কর্মীদের কৃষকদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আমরা জেলা ছাত্রলীগের নির্দেশে ৩য় দফায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি।’