ঠাকুরগাঁওয়ে গণপরিবহন শ্রমিকদের ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ!

0
413
ঠাকুরগাঁওয়ে গণপরিবহন শ্রমিকদের ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ!

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে গণপরিবহন শ্রমিকরা ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন বাস টার্মিনালে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতা করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গণপরিবহন শ্রমিকরা।

সোমবার সকাল ১১ টায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের চৌধুরী পাম্পের সামনে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন গণপরিবহন শ্রমিকরা।

স্থানীয় গণপরিবহন শ্রমিকরা জানান, করোনাভাইরাসে কারণে আমরা কর্মহীন হয়ে পড়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না। বার বার স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে বলেও কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমে পড়েছি।

শ্রমিকরা জানান আমরা কোনো কাজ করতে পারতেছি না। কোনো ত্রাণ সামগ্রী না পাওয়ায় আজ বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।

এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার অাব্দুলাহ আল-মামুন ঘটনাস্থলে এসে এলাকাবাসীর ও গণপরিবহন শ্রমিকদের সাথে কথা বলে তাদের ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতা করার আশ্বাস দিলে রাজপথ ছেড়ে দেয় শ্রমিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here