ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ করলেন মনিরুজ্জামান মনির

0
506
ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ করলেন মনিরুজ্জামান মনির

রতন আচার্য্য, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মনিরউজ্জামান মনিরের উদ্যেগে দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮মে) বিকেলে রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা মিলনায়তনে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সহ-সম্পাদক মনিরউজ্জামান মনির উপস্থিত থেকে ৩৭ জন দরিদ্র মানুষের হাতে চিকিৎসা সহায়তায় জন্য ১৪ লাখ ৮০ হাজার টাকার চেক তুলে দেন।

চেক বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মনিরউজ্জামান মনির বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার পিছিয়ে পড়া ও সাধারণ মনুষের উন্নয়নের জন্য আমি আজীবন কাজ করতে চাই। এ কাজ অব্যাহত রাখতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

চেক বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মনিরউজ্জামান মনির বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার পিছিয়ে পড়া ও সাধারণ মনুষের উন্নয়নের জন্য আমি আজীবন কাজ করতে চাই। এ কাজ অব্যাহত রাখতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

চেক বিতরণের সময় রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, সহ-সাধারণ সম্পাদক স্বপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক ডেজলিং তালুকদার ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির মৃধা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here