ঝালকাঠিতে আনসার বাহীনির খাদ্যসামগ্রী বিতরণ

0
519
ঝালকাঠিতে আনসার বাহীনির খাদ্যসামগ্রী বিতরণ
ছবিঃ রতন আচার্য্য, ঝলকাঠি প্রতিনিধি।

খবর৭১ঃ

রতন আচার্য্য, ঝলকাঠি প্রতিনিধিঃ করোনা পরিস্থিতির দুর্যোগ মেকাবেলায় ঝালকাঠিতে আনসার ও ভিডিপির স্বেচ্ছাসেবী সদস্যের মদ্যে ঝালকাঠির ৪টি উপজেলায় ১২০০ দুস্থ আনসার ও ভিডিপির সদস্যদের মধ্যে ৫কেজি চাল, ২কেজি আলু, ১ কেজি করে ডাল, পিয়াজ, তেল, ১টি সাবান ও ১টি মাস্ক তিরন করা হয়।

আজ সকালে আনসার অপিসের নিজ কার্যালয়ে এ খাদ্যসামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,জেলা কমান্ড্রান্ট শেখ ফিরোজ, সহকারি জেলা কমান্ড্যান্ট মো.জাহিদুল ইসলাম,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here