মাধবপুরে গৃহবধুর ঝুঁলন্ত লাশ উদ্ধার

0
579
মাধবপুরে গৃহবধুর ঝুঁলন্ত লাশ উদ্ধার

খবর৭১ঃ

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে বিয়ের দেড় মাসের মধ্যেই স্বামীর বাড়ি থেকে ফাঁস লাগানো অবস্থায় মাফিয়া বেগম ( ১৯ ) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে শ্বশুর বাড়ির লোকজনের দাবি তিনি আত্মহত্যা করেছেন।মঙ্গলবার (৫ মে) সকালে মাধবপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

জানা যায়, উপজেলার আদাঐর এলাকার সুজন মিয়ার সাথে দেড় মাস আগে বিয়ে হয় একই উপজেলার ঘিলাতলী গ্রামের সিরু মিয়ার মেয়ে মাফিয়া বেগমের। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্দার করে।শ্বশুর বাড়ির লোকজনের দাবি সেহরী খাওয়ার পর সে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারনে আত্মহত্যা করেছে তা জানেন না।

এ ব্যাপারে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই বিস্তারিত জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here