এবার ঝালকাঠি শহরের প্রান কেন্দে ১ জন করোনা অক্রান্ত

0
1049
এবার ঝালকাঠি শহরের প্রান কেন্দে ১ জন করোনা অক্রান্ত
ছবিঃ রতন আচার্য্য, ঝালকাঠি প্রতিনিধি।

খবর৭১ঃ

রতন আচার্য্য, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি শহরের প্রানকেন্দ সাধনার মোরে ১ জনের সরীলে করোনা ভাইরা সনাক্ত হয়েছে।সাম্প্রতি তিনি কোলকাতা থেকে এসেছেন বলে জানা গেছে । এ নিয়ে ঝালকাঠি জেলায় মোট ১২ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার।

তিনি আরো জানান, আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। তিনি আপাতত সুস্থ আছেন নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন এবং আশেপাশের বাড়ি গুলো নকডাউন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here