নিয়োগ পেলেন দুই হাজার চিকিৎসক

0
478
৭২ ঘণ্টা উপসর্গ না থাকলে টেস্ট ছাড়াই রিলিজ

খবর৭১ঃ মহামারি করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতি সামাল দিতে দুই হাজার চিকিৎসককে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন পদে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার এই চিকিৎসকদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে এই চিকিৎসকদের ১২ মে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার পিএসসি ৩৯তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে এই দুই হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এই আদেশ জারি করল।

প্রজ্ঞাপনে বলা হয়, এই চিকিৎসকদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভ্যারিফিকেশন পরে হবে।

চিকিৎসকদের পাশাপাশি পাঁচ হাজার ৫৪ জন নার্স নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। এই নার্সদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করবে নার্স ও মিডওয়াইফারি অধিদপ্তর।

৩৯তম বিশেষ বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ না থাকায় আট হাজার ১০৭ জন নিয়োগের জন্য সুপারিশ পাননি। তাদের মধ্য থেকে দুই হাজার জনকে সহকারী সার্জন পদে নিয়োগের সুপারিশ করেছিল কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here