শেরপুর থেকে আবু হানিফ :
বৈশিক মহামারী করোনার প্রভাবে শেরপুরে চলছে লকডাউন। এতে কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠনও খাদ্য সামগ্রী বিতরণ করছে। তারাই ধারাবাহিকতায় ব্যক্তি উদ্যোগেও চলছে খাদ্যসহায়তা কার্যক্রম। এরই অংশ হিসেবে আজ ৩০ এপ্রিল প্রায় ৮শ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অষ্টমীতলা শেরপুর প্রিপ্যারটরী এন্ড হাইস্কুল মাঠে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠিক সম্পাদক কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মুরশিদুর রহমান আকন্দের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফকরুল মজিদ খোকন, শহর আওয়ামীলীগের সভাপতি এড. কাশেম আবুল কাশেম, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এড. মোখলেছুর রহমান আকন্দসহ অনেকেই। এতে খাদ্য সামগ্রী পেয়ে খুশি কর্মহীন মানুষেরা।শেরপুর শহরের বিভিন্ন মহল্লায় এ কার্যক্রম অব্যহত থাকবে বলে মুরশিদুর রহমান আকন্দ জানান।