মধ্যবিত্তদের স্বপ্ন পূরণ করছে ঝালকাঠির স্বপ্নপূরণ সংস্থা

0
549
মধ্যবিত্তদের স্বপ্ন পূরণ করছে ঝালকাঠির স্বপ্নপূরণ সংস্থা

রতন আচার্য্য, ঝালকাঠি প্রতিনিধি : করোনা মোকাবেলার জন্য সবকিছু লকডাউন করার কারণে কর্মহীন হয়ে পড়েছে অধিকাংশ মানুষ ।আর এই কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্তদের এখন একটাই স্বপ্ন তিন বেলা খেয়ে বেঁচে থাকা, আর সেই স্বপ্ন পূরণ করতে এগিয়ে এসেছে ঝালকাঠিতে অবস্থিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থা। এই সংস্থাটি মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য ব্যতিক্রমী একটি খাদ্য বিতরণ কর্মসূচি চালু করেছে এই কর্মসূচির মূল বিষয় হল যারা ত্রাণের জন্য কার কাছে হাত পাততে পারেনা বা সম্মানহানির ভয়ে কোথাও ত্রাণ আনতে যেতে পারে না ।তাদের জন্য মাত্র ৫ টাকায় কেনাকাটার একটি টোকেন তৈরি করেছে এই সংগঠনটি এ ৫ টাকার একটি টোকেনে তারা পাচ্ছে ৪কেজি থেকে ১০ কেজি পর্যন্ত চাল ১ কেজি ডাল ২ কেজি আলু ১ লিটার তেল ১ কেজি পেঁয়াজ একটি সাবান একটি মাক্স ও আধা কেজি লবণ সংগঠনের সভাপতি রিয়াজ খান বলেন দেশের এই ক্রান্তি লগ্নে সাধারণ মানুষের কাজ কর্ম বন্দ্ব থাকার কারনে অনেক মধ্যভিত্ত পরিবার খাদ্য সংকটে পরে যারা সামাজিক অবস্থানের কারনে কারো কাছে হাত পাততে পারেন না,এবং আত্মসম্মানবোধ এর কারনো ত্রান দিলে তা লাইনে দাঁড়িয়ে নিতে ও পারছেন না,তাদের ঘরে খাদ্য পৌছে দেয়ার জন্য আমাদের এই ব্যাতিক্রম ধর্মী খাদ্য বিতরন কর্মসূচি হাতে নিয়েছি, তিনি আরো জানান যে,উক্ত সংগঠনের সদস্যবৃন্দের উদ্দ্যোগে আমারা কাজ শুরু করে প্রথমে ২০টি পরিবার তারপর উপদেস্টা মন্ডলির সদস্য সাবেক উপজেলা পরিষধ চেয়ারম্যান সুলতান হোসেন খান,ও বিশিষ্ট কবি সাধাবাবা খ্যাত আমিনুল ইসলাম লিটন তালুকদার সহ আরো অনেক শুভাকাঙ্ক্ষী ও মানবিক ভাইদের সহযোগিতায় এখন পর্জন্ত ১৬৮পরিবারের মধ্যে ১১১৩কেজি চাল, ৩৪০কেজি আলু,১৬৮কেজি ডাল,৫০লিঃ তেল,৬৮কেজি লবন,৬৮.কেজি পিয়াজ ১৬৮টি সাবান,ও ৪৫০টি মাক্স বিনামূল্য বিতরন করেছেন।

যারা সহায়তা করে যাচ্ছে এই কর্মসূচি এগিয়ে নিতে তাদের প্রতি সশ্রদ্ব কৃতজ্ঞতা প্রকাশ করে রিয়াজ খান বলেন,তারা সহায়তা না করলে,এই কর্মসূচি কোন ভাবেই এগিয়ে নিতে পারতাম না।

এবং আমার সংগঠনে এর সদস্য সুমন সমাদ্দার, হিরা, জামাল হোসেন,নান্নু হাং,নুরইসলাম,সোহেল রান,সিরাজ,আল আমিন,সহ সকল দের প্রচেস্টায় এর পূর্বে আমরা বিনামূল্যে মাক্স ও সচেতনতামূলক লিফলেট
বিতরন এবং শহরে বিভিন্ন মসজিদের ওযু খানার প্রতি ট্যাবে সাবান বেধে দিয়েছি এবং অনেক মসজিদে সচেতনার জন্য আলোচনা করেছি মানুষ মানুষের জন্য জীবন জিবনের জন্য।সবাইকে বাসায় থাকার অনুরোধ জানান এই সংগঠনের সভাপতি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here