শেখ কাজিম উদ্দিন, বেনাপোলঃ যশোরের শার্শার বাগআঁচড়া প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় বাগআঁচড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হেদায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সাধারণ সভায় পুরাতন কমিটিকে বিলুপ্ত করে দৈনিক গ্রামের কাগজ পত্রিকার প্রতিনিধি শেখ ইন্তাজুর রহমান মুকুলকে সভাপতি ও সমাজের কথার প্রতিনিধি আবু সাঈদকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২৩ সদস্য বিশিষ্ট কার্য্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উক্ত প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাগআঁচড়া প্রেসক্লাবের উপদেষ্টা প্রভাষক আসাদুজ্জামান আসাদ।
বাগআঁচড়া প্রেসক্লাবের নব নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি শহিদুল ইসলাম (দৈনিক যশোর), আব্দুল জলিল (দৈনিক কল্যাণ), মিজানুর রহমান (দৈনিক গ্রামের কাগজ), যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন (দৈনিক স্পন্দন), জাহাঙ্গীর আলম (দৈনিক সরেজমিন বার্তা), শরিফুল ইসলাম (স্বাধীন নিউজ-৭১/ দ্যা নিউজ), সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান মন্টু (দৈনিক প্রজন্মের ভাবনা), শাহরিয়ার হুসাইন (দৈনিক দেশের বার্তা), খলিলুর রহমান (গ্রামের সংবাদ), মহাসীন কবির (দৈনিক আমাদের বাংলাদেশ), সহ-দপ্তর সম্পাদক নাজিম উদ্দীন জনি (দৈনিক সমাজের কণ্ঠ), কোষাধ্যক্ষ উজ্জল কবির (শার্শা বার্তা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গাজী জয়নাল আবেদীন (দৈনিক নওয়াপাড়া), সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সেলিম আহম্মেদ (দৈনিক সমাজের কাগজ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ স্বপন (দৈনিক জন্ম ভূমি), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ মফিজুর রহমান মিনু (দৈনিক প্রথম সকাল), কার্যনির্বাহী সদস্য আরিফুজ্জামান আরিফ (দৈনিক জাগো জনতা), এস এম আব্দুল্লাহ (দূর্জয় বাংলা), সেলিম আহম্মেদ আশা (বার্তা কণ্ঠ), আলী মোর্তজা সবুজ (দৈনিক দেশের কণ্ঠ) ও ফজলুর রহমান (দৈনিক দেশের পত্র)।