ছাত্রলীগ কেটে দিল ঝালকাঠি কৃষকের ধান, ধান কেটে দেওয়ায় খুশি কৃষক

0
1283
ছাত্রলীগ কেটে দিল ঝালকাঠি কৃষকের ধান, ধান কেটে দেওয়ায় খুশি কৃষক
ছবিঃ রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধি।

খবর৭১ঃ

রতন আচার্য্য, ঝালকাঠি প্রতিনিধিঃ করোনাকালে শ্রমিক সংকট থাকায় ঝালকাঠি সদর উপজেলার রণমতি গ্রামের কৃষক আবদুস ছত্তারের এক বিঘা জমির বোরো ধান কেটে দিয়েছে জেলা ছাত্রলীগ। আজ মঙ্গলবার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদক এস এম আল-আমিনের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা ধান কাটা শুরু করে। চার ঘণ্টায় তাঁরা এক বিঘা জমির ধান কাটেন।

পরে তাঁরা আটি বেধে ওই কৃষের বাড়িতে ধান পৌছে দেন। ধান কেটে দেওয়ায় খুশি কৃষক ছত্তার। জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক জানান, করোনায় ঝালকাঠি জেলায় শ্রমিক সংকট দেখা দেওয়ায় কৃষকরা তাদের ধান কাটার শ্রমিক পাচ্ছে না। খবর পেয়ে জেলা ছাত্রলীগ একটি টিম গঠন করে। যেখানেই শ্রমিক সংকট, সেখানেই ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত হয়ে কৃষকের ধান কেটে দিবে। আজ থেকে এ কর্মসূচি শুরু করা হয়েছে। কৃষক আবদুস ছত্তার বলেন, আমি গরিব মানুষ কোথাও ধান কাটার শ্রমিক পাচ্ছিলাম না। ছাত্রলীগ এসে আমার ধান কেটে বাড়িতে দিয়ে এসেছে। আমি তাদের কাছে কৃতহজ্ঞ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here