খবর৭১ঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতির প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
সেই সঙ্গে, এই সময়ে বাংলাদেশে আটকা পড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশে ফেরার বিষয়ে সহযোগিতা করায় প্রশংসা করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে লেখা এক চিঠিতে এমন প্রশংসা করেন পম্পেও।
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সোমবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করে চিঠিটি হস্তান্তর করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়।
চিঠিতে পম্পেও করোনা মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে কাজ করার আশ্বাস দেন বলে বার্তায় উল্লেখ করা হয়।
এতে জানানো হয়, মার্কিন রাষ্ট্রদূতকে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পেতে সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরেন। খুনি রাশেদ চৌধুরীকে বহিষ্কার করে বাংলাদেশে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানান মন্ত্রী।
আবদুল মোমেন রাষ্ট্রদূতের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের কাছে মার্কিন বাজারে বাংলাদেশি তৈরি পোশাক শিল্পের জন্য সুবিধা প্রত্যাশা করেন।
সাক্ষাতে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হলে মার্কিন রাষ্ট্রদূত ওই বিষয়ে সহযোগিতা চলমান রাখার আশ্বাস দেন।
পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানান। মার্কিন রাষ্ট্রদূত এ ইস্যুতে এক সঙ্গে কাজ করার আশ্বাস দেন।