খবর৭১ঃ করোনা ভাইরাসের প্রকোপ কমতে থাকায় ধাপে ধাপে লকডাউন উঠিয়ে নিচ্ছে ইতালি সরকার। খুলে দেওয়া হচ্ছে বার, রেস্টুরেন্ট, খুচরা ও পাইকারি দোকানপাট। তবে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেপ্টেম্বরের আগে খুলছে না।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৪ মে দেশের সব পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান এবং ১৮ মে খুচরা ব্যবসা প্রতিষ্ঠান খোলা হবে। এছাড়া দেশটির খেলাধুলা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও খুলে দেওয়া হচ্ছে মে মাস থেকে।
এছাড়া দেশটির সব সিনেপ্লেক্স ও থিয়েটার খুলবে ডিসেম্বর মাসে। আর বিদেশি পর্যটকদের ইতালিতে প্রবেশের অনুমতি মিলবে আগামী বছরের মার্চ মাস থেকে। সেই সঙ্গে সব ডিসকো ও এ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও খোলার অনুমতি মিলবে ওই সময়ে।
তবে এক শহর থেকে অন্য শহরে যেতে লকডাউন সময়কালীন একটি সার্টিফিকেট সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে রাখতে হবে।
ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে রবিবার এক সংবাদ সম্মেলনে বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরণ। করোনায় বিপর্যস্ত দেশকে নতুন করে ঢেলে সাজাতে সরকারসহ সংশ্লিষ্ট সবাই বিরামহীনভাবে কাজ করছে।
ওয়ার্ল্ডেওমিটারের ওয়েবসাইটে বলা হয়, ইতালিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ২৬ হাজার ৬৪৪ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬৭৫ জন।