বঙ্গবন্ধু কলোনীর শ্রমজীবীর বসতঘর কুপিয়ে তছনছ

0
506
বঙ্গবন্ধু কলোনীর শ্রমজীবীর বসতঘর কুপিয়ে তছনছ

রাকিব হাসান পটুয়াখালী প্রতিনিধিঃ
কলাপাড়ায় নাচনাপাড়া বঙ্গবন্ধু কলোনীর বাসীন্দা শ্রমজীবী মোঃ ইব্রাহিমের বসতঘর কুপিয়ে তছনছ করা হয়েছে। বেড়া লন্ডভন্ড করে দেয়া হয়েছে। এসময় ইব্রাহিম দৌড়ে প্রাণে বেচে গেছেন। তবে জখম হয়েছেন।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে কিশোর গ্যাং অন্তর, শাকিব, ইমন ও রিয়াদের নেতৃত্বে ১০/১২ সশস্ত্র সন্ত্রাসী ওই ঘরে হামলা-তান্ডব চালায়। ইব্রাহিম জানান মোটরসাইকেল ভাড়া দেয়া-নেয়ার মতো তুচ্ছ ঘটনার জের ধরে তার বসতঘরে সশস্ত্র হামলা চালানো হয়েছে। এসময় ইব্রাহিমকে ধাওয়া করলে দৌড়ে প্রাণে রক্ষা পায়। তবে আহত হয়েছেন। কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, এরা এলাকার চিহ্নিত ভাইয়া বাহিনীর সদস্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here