সৈয়দপুরে সহস্রাধিক পরিবারের মাঝে ইফতার ও খাদ্য বিতরণের মধ্য দিয়ে সমাজসেবক পারভেজ খানের মৃত্যুবার্ষিকী পালিত

0
499
সৈয়দপুরে সহস্রাধিক পরিবারের মাঝে ইফতার ও খাদ্য বিতরণের মধ্য দিয়ে সমাজসেবক পারভেজ খানের মৃত্যুবার্ষিকী পালিত

মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধি :
সৈয়দপরে করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন সহস্রাধিক পরিবারের মাঝে ইফতার ও খাবার বিতরণের মাধ্যমে সমাজসেবক ও দানবীর কেপি ইন্টার- -ন্যাশনালের চেয়ারম্যান পারভেজ খানের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গডকাল শনিবার সৈয়দপুর শহরের মুন্সিপাড়াস্থ মরহুমের নিজ বাসভবনে ওই কর্মসুচি পালন করা হয়। দিবসের অন্যান্য কর্মসুচির মধ্যে ছিল মুন্সিপাড়া এলাকার বাসায় বাসায় খতমে কোরআন পাঠ, দোয়া মাহফিল ও মরহুমের রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত।

সৈয়দপুরে দানবীর খান সাহেব হিসেবে পরিচিত বিশিষ্ট সমাজসেবক পারভেজ খানের ছোটভাই সৈয়দপুর উপজেলা যুবলীগের আহবায়ক সমাজসেবক দিলনেওয়াজ খান জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান সংক্ষিপ্ত করে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মুন্সিপাড়ার বাসায় বাসায় খতমে কোরআন পাঠের আয়োজন করা হয়। বিকেলে মুন্সিপাড়া এলাকার প্রতিটি বাড়িতে সহস্রাধিক প্যাকেট ইফতার ও রান্না করা খাবার বিতরণ করা হয়। এরআগে শহরের হাতিখানা কবরস্থানে পরিবারবর্গ ও আত্মীয়স্বজন মরহুমের রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত করেন। মৃত্যুবার্ষিকীর এসব অনুষ্ঠানে মরহুমের পরিবারের সদস্যরা ছাড়াও আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবসহ শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। প্রসঙ্গতঃ সমাজসেবক ও দানবীর পারভেজ খান ছিলেন উত্তরা ইপিজেডস্থ রপ্তানিকারক প্রতিষ্ঠান কেপি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সমাজসেবক পারভেজ খান গত ২০১৪ সালের এপ্রিল মাসে ব্যবসায়ীক কাজে অামেরিকার নিউইয়র্কে যান। সেখানে অবস্থানকালে কয়েকদিন পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানকার ম্যানহার্টন বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ এপ্রিল ইন্তেকাল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here