মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ফেরদৌস আহমেদ (৩০) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।শনিবার ভোররাতে সিলেট শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। তিনি সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের হরিরাম পুর গ্রামের জাফর আলীর ছেলে।হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন- গত ২১ এপ্রিল শ্বাসকষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে ফেরদৌস আহমেদ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আসেন। এ সময় চিকিৎসকরা তাকে সিলেট শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শনিবার ভোররাতে তিনি মারা যান। তবে তার নমুনা সংগ্রহ করা হলেও এখন পর্যন্ত রিপোর্ট না আসার কারণে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজ উদ্দিন জানান- মারা যাওয়া ফেরদৌস আহমেদ ৪ সন্তানের জনক ছিলেন। বর্তমানে লাশ সিলেটে রয়েছে। তবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থেকে লাশ দাফনের ব্যবস্থা করবেন বলেও তিনি জানান।তিনি বলেন- ইতোমধ্যে নিহত ব্যক্তির পরিবার ও তার চাচার পরিবারকে লকডাউনে রাখা হয়েছে। লকডাউন থাকাকালিন সময় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দুই পরিবারকে খাবারের ব্যবস্থা করা হবে।