রমজানের শুরুতেই ঝালকাঠিতে বাজার মনিটরিং শুরু জেলা প্রশাসনের

0
563
রমজানের শুরুতেই ঝালকাঠিতে বাজার মনিটরিং শুরু জেলা প্রশাসনের

রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধিঃ রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম স্তিতিশীল রাখতে রমজানের শুরুতেই বাজার মনিটরিং শুরু করেছেন ঝালকাঠি জেলা প্রশাসন।এ উপলক্ষে আজ সকালে নির্বাহী মেজিস্ট্রেট মাহমুদা জাহানের নেতৃতে র‌্যাব পুলিশকে সাথে নিয়ে বাজারের বিভিন্ন আরদ ,মুদি দোকান,ফলের দোকান পরিদর্শন করেন । এ সময় কিছ ুদোকানের অনিয়মের জন্য আর্থিক জরিমানা করা হয় ,এবং কয়েক জন দোকানদার কে সতর্ক করেদেন নির্বাহী মেজিস্ট্রেট মাহমুদা জাহান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here