মুরাদনগরে দুই করোনা রোগী শনাক্ত, রামচন্দ্রপুর বাজারসহ ১৬টি বাড়ি লকডাউন

0
468
মুরাদনগরে দুই করোনা রোগী শনাক্ত, রামচন্দ্রপুর বাজারসহ ১৬টি বাড়ি লকডাউন

মোঃ রাসেল মিয়া,মুরাদনগর, কুমিল্লা, প্রতিনিধি ঃ

কুমিল্লার মুরাদনগরে প্রথমবারের মত কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত দুজনকে শনাক্ত করা হয়েছে।

শুক্রবার সকালে মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের নারায়নগঞ্জ থেকে আসা একজন (পুরুষ) এবং উপজেলার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঠালিয়াকান্দা গ্রামের একজন, রামচন্দ্রপুর বাজারের ব্যবসায়ী (পুরুষ) এর দেহে করোনা ভাইরাস শনাক্তের কথা নিশ্চিত করেছেন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহাম্মদ নাজমুল আলম।

দুই করোনা রোগী শনাক্তের পর উপজেলার রামচন্দ্রপুর বাজার, কাঠালিয়াকান্দা গ্রাম এবং কাজিয়াতল গ্রামের ১৬টি বাড়ী লকডাউন করে দিয়েছেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহাম্মদ নাজমুল আলম বলেন, কাঠালিয়াকান্দা গ্রাম থেকে আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে এসেছে এমন ৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এপর্যন্ত ৫৬জনের নমুনা প্রেরণ করা হয়েছে। রির্পোট পাওয়া গেছে ২৪টি যার মধ্যে ২টি পজেটিভ আর বাকী ২২টি নেগেটিভ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here