শেরপুর থেকে আবু হানিফ :
শেরপুরে ২০০৪ সালে গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন শেরপুরের নকলা উপজেলার কেজাইকাটা গ্রামের সৈয়দা উম্মে কুলসুম রেনু। আহত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নকলা উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রেনুকে দু’দফায় ২০ লক্ষ টাকার এফডিআর করে দেন। ওই টাকার লভ্যাংশ থেকে প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে করোনা রোগীদের জন্য আজ দুপুরে শেরপুর জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে দুই লক্ষ টাকা দান করেন।
রেনুকা জানান, প্রধানমন্ত্রীর দেয়া এফডিআরের টাকার লভ্যাংশ থেকে তার সংসার চলছে। কিন্তু বর্তমানে জাতির এ ক্রান্তিকালে তিনি বড় অংকের দুই লক্ষ টাকা দান করেন।
দান গ্রহণ করে জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, আমরা এ দানের জন্য কৃতজ্ঞ ও খুশি।
প্রধান ডাকে সাড়া দিয়ে জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে দানের হাত বাড়িয়ে দেয়ার ঘটনায় দেশের মানুষের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলছে বলে সংশ্লিষ্টরা জানান।