ঝিনাইদহে স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলতে বলতেই ফাঁস নিয়ে আত্মহত্যা

0
615
ঝিনাইদহে স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলতে বলতেই ফাঁস নিয়ে আত্মহত্যা

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ: স্ত্রীর উপর অভিমান করে গাছের সঙ্গে গলায় ফাঁস নিয়ে রিপন জোয়ার্দ্দার (৩৬) নামে এক পরিবহন শ্রমিক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃস্পতিবার রাতের কোন এক সময় ঝিনাইদহের শৈলকুপার পূর্ব বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে তমালতলা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ সময় নিহতের মাথায় টুপি ও কানে মোবাইল ছিল। রিপন জোয়ার্দ্দার বসন্তপুর গ্রামের উজ্জল জোয়ার্দ্দারের ছেলে ও ঝিনাইদহ পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য।

তমালতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক তরিকুল ইসলাম জানান, কিছুদিন আগে পরিবহন শ্রমিক রিপনের স্ত্রী তহুরা খাতুন বাড়ি ছেড়ে চলে যান। এরপর রিপন জানতে পারেন তার স্ত্রী মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাধ এলাকায় তার ভাইরাভাইয়ের বাড়িতে অবস্থান করছেন। পরে বৃহস্পতিবার রাতে স্ত্রী ও ভাইরাভাইয়ের সঙ্গে মোবাইলে কথা বলতে বলতেই গলায় গামছা বেধে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here