মদনে গাড়ি চাপায় ২ শিশু নিহত

0
492
মদনে গাড়ি চাপায় ২ শিশু নিহত

মদন(নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে শুক্রবার সকালে দেওসহিলা তলার হাওরে লরিগাড়ি চাপায় সৌরভ(৭) ও রোমান(৮) নামের দুই শিশু নিহত হয়েছে। নিহত সৌরভ দেওয়াসহিলা উত্তর পাড়া গ্রামের লায়ন মিয়ার ছেলে ও রোমান কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পাইক পাড়া গ্রামের আল আমিনের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানাযায়, রোমান কয়েকদিন আগে মায়ের সাথে দেওসহিলায় মামার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার সকালে রোমানের মামা রফিকুল ও সৌরভের বাবা লায়ন তলার হাওরে ধান কাটতে গেলে রোমান ও সৌরভ তাদের খাবার নিয়ে হাওরে যায়। খাবার দিয়ে বাড়ি আসার পথে ধান বোঝায় একটি লরিগাড়িতে উঠে। হাওরের গাদ্দি নামক স্থানে আসতেই গাড়িটি উল্টে যায়। এতে রোমান ও সৌরভ গুরুতর আহত হলে গাড়ি চালক পালিয়ে যায়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অলিজা তাদের মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে মদন থানার এস আই দেবাশিষ বলেন গাড়ি চাপায় নিহত রোমান ও সৌরভের লাশ মদন হাসপাতে রয়েছে। লাশের সোরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছ।

এ খবর লিখা পর্যন্ত আইনগত কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here