শেরপুর থেকে আবু হানিফ:
বর্তমানে করোনার কারণে মানুষ বেকার হয়ে পড়েছে। অসহায় হয়ে পড়েছে অনেক দরিদ্র মানুষ। শেরপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন চেষ্টা করছে এসব মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেয়ার জন্য। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এসব অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। এরই ধারাবহিতায় শেরপুর সদর উপজেলার হেরুয়া বালুরঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে বিশিষ্ট সমাজ সেবক সেলিম রেজার আর্থিক সহায়তায় হেরুয়া তালুকপাড়া ও বালুরঘাট গ্রামর দেড়শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক, নতুনযুগ ও চারুবার্তার সম্পাদক মো: মেরাজ উদ্দিন। ত্রাণ সামগ্রী বিতরণ করেন সেলিম রেজা, দেলোয়ার হোসেন বাবুল, অধ্যক্ষ সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা রুকনুজ্জামার খোকন। উপস্থিত ছিলেন, সাংবাদিক আবু হানিফ, শরাফত আলী মেম্বার, মাহবুবুর রহমান মজনু মেম্বার, মজিবুর রহমান মেম্বার, গিয়াস উদ্দিন রাসেল, মুকুল দফাদার, হাফেজ মাহফুজ, হারুন অর রশিদ, আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে এ দুই বন্ধুর হাজার হাজার মানুষের বিতরণকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনগন। এভাবে সবাই এগিয়ে এলে ত্রানের অভাব পড়তোনা।