সোহেল পারভেজ,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আজ আরো একজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: মোঃ মাহফুজার রহমান সরকার।
এ নিয়ে ঠাকুরগাঁওয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ছয় জনে। এর আগে গত ১১ এপ্রিল ঠাকুরগাঁওয়ের হরিপুরে দুইজন ও পীরগঞ্জে একজন করোনায় আক্রান্ত হয়। পরবর্তীতে গতকাল ১৭ এপ্রিল আবারও হরিপুরে একজন ও নতুন করে রাণীশংকৈলে একজন করোনা রোগী সনাক্ত হয়। আজ ১৮ এপ্রিল আবারও রাণীশংকৈলে একজন করোনায় আক্রান্ত ব্যক্তি সনাক্ত হলো।
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডা: ফিরোজ আলম জানান, গতকালের পর আজ আরো একজনের নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তি অাসিফ রানা (২৭) রাণীশংকৈল উপজেলার উত্তরগাঁও হিন্দুপাড়ার করিমুল হকের ছেলে,ধারণা করা হচ্ছে সে নারায়ণগঞ্জ থেকে রাণীশংকৈল উপজেলায় এসেছে। এ নিয়ে উপজেলায় এক শিশুসহ দুইজন করোনায় আক্রান্ত হলো।