হাবিবুর রহমান নাসির ছাতক:
বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশে করোনা পরিস্থিতি আতংকে পরিনত হওয়ার ছাতকের প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার, স্বাস্থ্য সহকারী স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে কমিটি গঠনের পাশাপাশি ইউএনও মোঃ গোলাম কবির উপজেলার ১টি পৌরসভা ১৩টি ইউনিয়নের যুবকদের নিয়ে ১৪ টি কমিটি গঠন করে মানুষের মধ্যে করোনা ভাইরাস সংক্রমক প্রতিরোধে স্ব স্ব এলাকাকে মুক্ত রাখতে এসব উদ্যোগ গ্রহন করে প্রসংশিত হয়েছে।
ছাতক উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব বলেন ,স্যার এ কমিটিকে জানিয়ে দিয়েছেন সকল হাট-বাজার, গ্রামীন জনগুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন সড়ক-উপসড়কে মাইকিং করে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচার করতে।বেশ কয়েকজন ঢাকা, নারয়নগঞ্জ ও নরসিংদি এলাকা থেকে এসে নিজ নিজ গ্রামে অবস্থান করছেন। তারা হোম কোয়ারেন্টাইন ও স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছেন কিনা তা নিশ্চিতকরণ,নিজ নিজ এলাকায় কোন অসহায় লোক না খেয়ে থাকলে তা অবিহিতকরণ,উপজেলা প্রশাসন হতে প্রদত্ত ত্রান বাডি বাডি পৌছে দেওয়া,করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেলে দাফন কাজে অংশগ্রহন করবে এ কমিটি।