আব্দুল আওয়াল: নেত্রকোণার মদনে রায়হান (১৩) নামে এক শিশু ও ইয়াহিয়া (২৬) নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। শনিবার (১৮ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। এ সময় আরো ২ দুজন আহত হয়েছে।
নিহত ইয়াহিয়া উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নের বারগরিয়া গ্রামের (রাজালীকান্দা পশ্চিম পাড়ার) মঞ্জুরুল হকের ছেলে ও নিহত শিশু রায়হান একই গ্রামের সেলিম মিয়ার ছেলে। আহত কুলিয়াটি গ্রামের রতন মিয়ার ছেলে কৃষক সোহান (২৬) ও গোবিন্দশ্রী গ্রামের রেনু মিয়ার ছেলে দূর্যয় (১২) কে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউপি সদস্য কাজল মিয়া জানান, সকালে গোবিন্দশ্রী হাওরের বাওয়াইশা বিলের মাঝে ইয়াহিয়া ধান কাটতে গেলে তুমূল ঝড়বৃষ্টির সময় কৃষক ইয়াহিয়া আহত হয় পরে তাকে আহত অবস্থায় মদন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমি আক্তার তাকে মৃত ঘোষণা করেন। অপর দিকে চাচা আলীমের সাথে বোরো জমি দেখতে গিয়ে রায়হান গোবিন্দশ্রী আঘাকান্দার নামক হাওরে বজ্রপাতে মারা যায়।
মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, শনিবার সকালে গোবিন্দশ্রী হাওরে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে শুনেছি।