আজ থেকে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ

0
377
আজ থেকে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ

খবর৭১ঃ
ঢাকা মহানগরীতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে আজ শনিবার (১৮ এপ্রিল) থেকে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ।

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি’র ধানমন্ডির বাসায় গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দদের নিয়ে বৈঠককালে এ সিদ্ধান্ত হয়।

সেইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দশনার প্রেক্ষিতে আওয়ামী লীগের নেতৃত্বে ঢাকা মহানগরীর ১৩৯ টি ওয়ার্ডে (ঢাঃ মঃ উঃ ৬৪ টি ও ঢাঃ মঃ দঃ ৭৫ টি) ত্রাণ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

প্রতি ওয়ার্ড কমিটিতে পুলিশের একজন সদস্যকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এবং সমন্বয়ের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণের বিষয়ে আলোচনা হয়।

প্রায় ১ ঘন্টা ৩০ মিনিটের বৈঠকে আরও অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here