খবর৭১ঃ সমগ্র বাংলাদেশ করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতার থেকে এ ঘোষণা দেয়া হয়।
স্বাস্থ্য অধিদফতার থেকে জানানো হয়, জনগণকে অবশ্যই ঘরেই অবস্থান করতে হবে। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
আরো পড়ুন : দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬০, নতুন শনাক্ত ৩৪১
এতে আরো বলা হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবে না। পয়োজন ছাড়া কেউ বের হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।