মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধিঃ
প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নীলফামারী জেলা বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়নের পাঁচ শত শ্রমিকের মাঝে সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই চাল বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার এবং সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আতাউর রহমান।
এতে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র বিশিষ্ট শ্রমিক নেতা আকতার হোসেন বাদল।
এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম, সহকারি মৎস্য অফিসার খগেন্দ্র নাথ রায়, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মমতাজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ মো. মনছুর আলী, দপ্তর সম্পাদক মো. এফাজ উদ্দিন সরকার, প্রচার সম্পাদক আব্দুল জলিলসহ কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনটির এক সদস্যের হাতে ১০ কেজি ওজনের চালের ব্যাগ তুলে দিয়ে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও মো. নাসিম আহমেদ।
পরে সরকারিভাবে বরাদ্দ দেয়া নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের পাঁচ শত শ্রমিক সদস্যদের মাঝে ১০ কেজি করে পাঁচ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।