রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধিঃ
আজ সকাল ১১ টায় ঝালকাঠি পশ্চিম চাদকাঠি এলাকায় ফরেস্ট অফিসের পেছনে সরকারি চাল আছে ,সেই খবর পেয়ে এনডিসি আহমেদ হাসান হাসি বেগম নামে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার তিনতলা বাড়িতে অভিযান চালায়।
তখন ওই বাড়ির নিচ তলার একটি কক্ষে ৫ কেজি করে চালের ৬৭ টি প্যাকেট বা ব্যাগ পাওয়া যায়। ম্যাজিস্ট্রেট ওই কক্ষে তালা মেরে চলে যান। চাল ত্রানের কিনা সে বিষয়ে যাচাই বাছাই চলছে এবং যাচাই শেষে প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করা হবে বলে জানান এনডিসি আহমেদ হাসান। শিক্ষিকা হাসি বেগম বলেন, ওই চাল দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য জেলা আওয়ামীলীগের নেতা হাবিল সাহেব রেখেছেন।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিল বলেন, আমার নিজ অর্থায়নে গরিবদের মাঝে চাল বিতরনের জন্য ৫ কেজি করে এই প্যাকেট গুলো করা হয়। আমাকে রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি গ্রুপ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।