খবর৭১ঃ
কক্সবাজারের টেকনাফ বাহারছড়া উপকূলে সাড়ে ৪শতাধিক রোহিঙ্গা বোঝাই একটি জাহাজ ভিড়েছে। তা নিয়ে আইন-শৃংখলা বাহিনী ও স্থানীয় জনসাধারণ তাদেরকে ঘিরে রাখে।
১৫ এপ্রিল (বুধবার) রাত সাড়ে ৯টার দিকে বাহারছড়া জাহাজপুরা এলাকায় সাড়ে ৪শতাধিক রোহিঙ্গা নর-নারী, শিশু নিয়ে একটি জাহাজ বাংলাদেশে আসে। তাৎক্ষণিক রোহিঙ্গারা নেমে বাংলাদেশে ঢুকতে চাইলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেও ঘিরে রাখে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন এই ঘটনার সত্যতা স্বীকার করেন। বাহারছড়া কেন্দ্রের তদন্ত কর্মকর্তা মো: লিয়াকত আলী জানান, এসব রোহিঙ্গারা আসলে কোথা থেকে এসেছে তা নিশ্চিত হওয়ার পর উর্ধ্বতন মহলের নির্দেশে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।