শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শা’য় আফিল জুট উইভিং মিলস লিমিটেডের মেশিন এরিয়ায় আগুন লেগে কোটি টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ৪টার সময় বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগলে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে ফোন দিলে বেনাপোল ফায়ার স্টেশনের কর্মী বাহিনী প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এ বিষয়ে বুধবার(১৫ এপ্রিল-২০২০) সকালে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। যার নং-৫০৭।
সরেজমিনে দূর্ঘনাস্থল শার্শার আফিল জুট উইভিং মিলস লিমিটেডে গিয়ে ও থানার সাধারণ ডায়েরী সুত্রে জানাযায়, আগুনের লেলিহান শিখায় মিলের ১টি রিং টুইস্ট মেশিন, ২২টি প্রিসিশন মেশিন, ২৫০ টি গ্যাস সিলিন্ডার, ৩০০ টি ববিন, ১টি বেলপ্রেস, প্রায় ১০ মেঃটন সুতা, ১০০০ টি স্পুল ও লক্ষাধীক টাকার বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে ১ কোটি ৩ লক্ষ ৮৭ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে আফিল জুট উইভিং মিলস লিমিটেডের ব্যাবস্থাপক(উৎপাদন) কবিরউজ্জামান বলেন, গতকাল বেলা সাড়ে ৪টার সময় মেশিন এরিয়ায় সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়। আগুনে আফিল জুট উইভিং মিলস লিমিটেড’র ১টি রিং টুইস্ট মেশিন, যার মূল্য ৬৫ লক্ষ টাকা, ২২টি প্রিসিশন মেশিন, যার মূল্য ৮ লক্ষ ৮০ হাজার টাকা। ২৫০ টি গ্যাস সিলিন্ডার, যার মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা। ৩০০ টি ববিন, যার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। ১টি বেলপ্রেস, যার মূল্য ১৩ লক্স ৫০ হাজার টাকা। ১০ মেঃ টন সুতা, যার মূল্য ১১ লক্ষ টাকা। ১০০০ টি স্পুল, যার মূল্য ৫২ হাজার টাকা ও কিছু বৈদ্যুতিক সরঞ্জাম, যার মূল্য ১ লক্ষ ৫ হাজার টাকাসহ ১ কোটি ৩ লক্ষ ৮৭ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বেনাপোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের ইনচার্জ তৌহিদুর রহমান বলেন গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে শার্শার আফিল জুট উইভিং মিলস লিমিটেডের মেশিন এরিয়ায় আগুন লাগে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ৫টার সময় আমরা ঘটনাস্থলে পৌছায়। পরে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
থানায় সাধারণ ডায়েরীর বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার পুলিশ পরিদর্শক(ওসি তদন্ত) ফরিদ ভুঁইয়া।