শেরপুর, আবু হানিফ :
আমেরিকা প্রবাসী বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজ সেবক ইলিয়াস খানের পক্ষ থেকে নকলায় করোনায় ক্ষতিগ্রস্থ শ্রমিক, মেহনতি মানুষ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। ১২ এপ্রিল সকালে বাজারদিতে ৫ শ জনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় নকলা উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল হক চান, বিএনপি নেতা রজব আলী, জহির রায়হান মুক্তি, শফিউল আলম পলাশ, জালালুদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ জানান, জনাব ইলিয়াছ খান সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি দেশের মানুষের জন্য বিশেষ করে নকলা-নালিতাবাড়ীর মানুষের জন্য দোয়া করছেন। তিনি আপনাদের পাশে আছেন, এবং ভবিষ্যতেও থাকবেন।