ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানকে ৫০হাজার টাকা জরিমানা!

0
508
ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানকে ৫০হাজার টাকা জরিমানা!

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সরকারি আদেশ অমান্য করে মাদক বিরোধী মতবিনিময় সভা করার অপরাধে ইউনিয়ন চেয়ারম্যান কে ৫০হাজার টাকা জরিমানা করেছে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ অাল মামুন।

গতকাল দুপুর ২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ১২ নং সালান্দর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান মাহবুব আলম মুকুল ইউনিয়ন পরিষদের সামনে সরকারি নির্দেশ অমান্য করে মাদকবিরোধী মতবিনিময় সভারা নামে জনসমাবেশ করে। এমন অভিযোগে অাজ সন্ধা ৭টা ৩০ মিনিটে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অাব্দুলাহ আল মামুন তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

জানা যায় উক্ত সভায় সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম মুকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান খাদেমুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা: মাজেদুল হক, সাধারণ সম্পাদক আবু দাইয়াম জনি, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাবুদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাহেব, ৭ নম্বরের ইউপি সদস্য বুলেট, গণ্যমাণ্যব্যক্তি সহ প্রায় ৮০/৯০ জন মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here