১৬ দেশে বাড়লো বিমান চলাচলে নিষেধাজ্ঞা

0
454
১৬ দেশে বাড়লো বিমান চলাচলে নিষেধাজ্ঞা

খবর৭১ঃ মরণ ব্যাধি করোনা ভাইরাসের কারণে থমকে গেছে পুরো বিশ্ব। ফলে বেশির ভাগ দেশই এক দেশ থেকে আরেক দেশের যাতায়াত বন্ধ রেখেছে। প্রথম দফা বন্ধের পর বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষও দ্বিতীয় দফায় বিভিন্ন দেশে বিমান চলাচলে নিষেধাজ্ঞা বাড়ালো। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ১৬টি দেশে বিমান চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

শনিবার (১১ এপ্রিল) সংস্থাটির পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দুই দফায় বাংলাদেশে প্লেন চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা বাড়ালো সংস্থাটি। এতে জানানো হয়, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (সিডিউল যাত্রী ফ্লাইট) ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিষেধাজ্ঞা বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিংগাপুর, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের ক্ষেত্রে কার্যকর হবে।

একই সঙ্গে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে প্লেন চলাচল নিষেধাজ্ঞাও আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here