পিছিয়ে গেল করোনা শনাক্তে গণস্বাস্থ্যের কিট হস্তান্তর

0
459
পিছিয়ে গেল করোনা শনাক্তে গণস্বাস্থ্যের কিট হস্তান্তর

খবর৭১ঃ নির্ধারিত দিনে হস্তান্তর হচ্ছে না করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি কিট। শনিবার সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কিট হস্তান্তরের কথা ছিল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে স্থগিতের বিষয়টি জানানো হয়েছে। এজন্য কিটের বিস্তারিত বিষয় তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনও স্থগিত করা হয়েছে।

শুক্রবার বিকালে কোভিড-১৯ ডট ব্লট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘অত্যন্ত দুঃখিত। কোভিড-১৯ ডট ব্লট কিট হস্তান্তর স্থগিত করা হয়েছে। নতুন তারিখ শিগগিরই জানানো হবে।’

কিট হস্তান্তরের জটিলতার বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজ হঠাৎ করেই ইলেক্ট্রনিক ও যান্ত্রিক সমস্যার কারণে উৎপাদনে ত্রুটি হয়েছে। এটা সারতে দুই-তিন দিন সময় লাগতে পারে। আমরা চেষ্টা করছি দ্রুত সারাতে।’

আর গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মুহিব উল্লাহ বলেন, ‘আমাদের আরও ২-৩ দিন সময় লাগবে, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়নি।’ স্বল্প সময়ের মধ্যেই কাজ শেষ হবে বলে জানান তিনি।

১৯ মার্চ কিট উৎপাদনের অনুমতি পাওয়ার তথ্য জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেছিলেন, ‘সরকারের ওষুধ প্রশাসন করোনাভাইরাস শনাক্তের কিট উৎপাদনের অনুমতি দিয়েছে। এই কিট তৈরির কাঁচামাল আসবে ইংল্যান্ড থেকে। কাঁচামাল আসলে এক সপ্তাহের মধ্যে আমরা প্রোডাকশনে যেতে পারবো। দুই সপ্তাহের মধ্যে এটা বাজারে আসতে পারে। প্রথম দফায় এক লাখ কিট উৎপাদন করা হবে। ১০ লাখ টাকার কাঁচামাল লাগবে। প্রতিটি কিটের দাম হতে পারে ২০০ টাকার মতো।’

তবে সম্পূর্ণ উৎপাদিত কিট সরকারের কাছে দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here