ভৈরবে সড়ক দূর্ঘটনায় মারা যায় হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অনার্স ফাইনাল পরীক্ষার্থী মোবারক

0
842
ভৈরবে সড়ক দূর্ঘটনায় মারা যায় হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অনার্স ফাইনাল পরীক্ষার্থী মোবারক

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষ (দর্শন বিভাগ)’র ফাইনাল পরীক্ষার্থী মোবারক হোসেন (২৪) সড়ক দূর্ঘটনায় মারা গেছে।সে আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের মসকুদ মিয়ার ছেলে।বৃহস্পতিবার দিবাগত রাতে ভৈরবে সড়ক দূর্ঘটনায় মারা যায়।এলাকাবাসী সূত্রে জানা যায়, শান্ত, ভদ্র ও অদম্য মেধাবী ছাত্র হিসেবে সুনাম ছিল মোবারক হোসেনের। পশ্চিমবাগ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, বানিয়াচং জনাব আলী কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করে বৃন্দাবন সরকারি কলেজে দর্শন বিভাগে ভর্তি হয় সে। কিছুদিন আগে ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা চলছিল। এরই মধ্যে করোনা ভাইরাসে সব পরীক্ষা স্থগিত হলে মোবারক চলে আসে গ্রামের বাড়িতে।

মোবারক এর ভাই মোস্তাক আহমদ জানান, কিছু দিন যাবত মোবারক এর ব্রেইনে সমস্যা দেখা দিয়েছিল। এর মধ্যে সে কোন সময় বাড়ি থেকে বের হয়ে ভৈরব চলে যায় তা আমরা কেউ-ই জানি না। সেখান থেকে রাতে খবর আসলো মোবারক সড়ক দূর্ঘটনায় মারা গেছে। এখন আমরা ভৈরব যাচ্ছি লাশ আনতে।গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মোবারককে ঘিরে শুধু পরিবারই স্বপ্ন বুনছিল না, স্বপ্ন বুনছিল পুরো গ্রামবাসীও। সে পথে অবিরাম হাটছিল মোবারক হোসেন। ৩ ভাই ও ৫ বোনের মধ্যে মোবারক ছিল ৫ম। বলতে গেল একেবারে তীরে এসে তরী ডুবানোর সংবাদে পুরো পরিবার নির্বাক-নিস্তব্ধ। নির্বাক মোবারক এর বাল্য বন্ধু থেকে শুরু করে ক্লাসমেটসহ গ্রামবাসীও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here