খবর৭১ঃ
সুদীপ্ত শামীমঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বীরমুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠিত ‘কাটগড়া সবুজ মিলনায়তন ক্লাব’র উদ্যোগে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে উজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মন্মথ গ্রামের কাটগড়ায় ক্লাব চত্বরে ২’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এর আগে সামাজিক দুরত্ব বজায় রেখে জনসচেতনতামূলক সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় সুধি সাইদুজ্জামান সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান সরকার, কাটগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক- ইউনুস আলী প্রামানিক, বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা- আবুল কাশেম, বামনডাঙ্গা ইউনিয়ন আ’লীগ সভাপতি- শমেস উদ্দিন বাবু, আ’লীগ নেতা- আব্দুল্লাহ-আল মেহেদী রাসেল, ক্লাব’র সভাপতি- দেলোয়ার হোসেন ধলু, সাধারণ সম্পাদক- আব্দুর রাজ্জাক ও রুবেল আহমেদ প্রমূখ। এসময় অতি বয়স্ক বীরমুক্তিযোদ্ধা ডাঃ নজরুল ইসলামসহ স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি আলু, লবন, তেল, পিয়াজ, সাবান ও মসুর ডাল দেয়া হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালে স্থানীয় বীরমুক্তিযোদ্ধাগণ ঘাঘট নদীর তীরে এ ক্লাবটি প্রতিষ্ঠা করেন। পরবর্তিতে ক্লাবটি ঝিমিয়ে পরলে বর্তমানে তরুণ প্রজন্মের সহযোগিতায় ক্লাব ঘরটি কাটগড়া বাজারে স্থানান্তরসহ সকল কার্যক্রম উজ্জিবিত করা হয়।