খবর৭১ঃ
মিজানুর রহমান মিলন, সৈয়দপুরঃ করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া সৈয়দপুরে হাতিখানা বানিয়াপাড়ার কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন। আজ বুধবার সকালে শহরের হাতিখানা বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিভিন্ন এলাকার একশত জন পরিবারের মাঝে ওইসব খাদ্য সহায়তা দেয়া হয়।
কর্মহীন পরিবারদের মাঝে খাদ্য সহায়তা দেন ৯নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মো. আজগার আলী, বন্ধনের সভাপতি ব্যাংকার মো. সেকেন্দার আলী, সাধারন সম্পাদক মো.জাহিদুল ইসলাম সর্দার। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মো. আনোয়ার হোসেন হৃদয়, সদস্য সাংবাদিক এম ওমর ফারুক, মো.মোকসেদ আলী, সোহেল আরমান,ও সুমন।
বিতরণ করা খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল,ডাল,আলু ও লবন। বন্ধনের সভাপতি মো. সেকেন্দার আলী জানান,
২০১৮ সালে সমাজসেবা মুলক কার্যক্রমের লক্ষ্য নিয়ে সংগঠনটি গড়ে তোলা হয়। এরই ধারাবাহিকতায় আজ বুধবার করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষজনের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়।সংগঠনটির অন্যতম সদস্য এম ওমর ফারুক বলেন, তাদের সংগঠনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তিতে অসহায়দের মাঝে আরও সহায়তা প্রদান করা হবে।