খবর৭১ঃ
মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মঙ্গলবার সকালে উপজেলা সদর ইউনিয়নের আলীরচর গ্রামকে স্থানীয়দের নিজ উদ্যোগে লকডাউন ঘোষণা করা হয়। এ ঘোষনার পরপরই ‘উপজেলা প্রশাসন মুরাদনগর’ নামের একটি ফেইজবুক আইডি থেকে পোষ্টের মাধ্যমে জানিয়ে দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে মুরাদনগর উপজেলার কোথাও কোন প্রকার লকডাউন ঘোষণা করা হয়নি। আর যদি কেউ নিজ উদ্যোগে লকডাউনের নামে রাস্তা বন্ধ করে থাকে তাহলে যেন সেটিকে খুলে দেয়া
হয়।
অন্যথায় আইনত ব্যবস্থা গ্রহণ করার কথাও বলা হয় সেখানে।জানা যায়, গত বৃহস্পতিবার মুরাদনগর উপজেলা থেকে জ্বর সর্দি-কাশি থাকায় ২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়। তার পর থেকে উপজেলা জুড়ে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রতিটি গ্রামে নেয়া হয় নানা উদ্যোগ। সেই উদ্যোগের অংশ হিসেবে উপজেলা সদরের আলীরচর গ্রামকে স্থানীয়রা মঙ্গলবার সকালে লকডাউন ঘোষণা করেন।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন, যেহেতু মুরাদনগরে এখন পর্যন্ত কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি সেজন্য উপজেলার কোন স্থান লকডাউন করার সিদ্ধান্ত নেয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। কেউ যদি প্রশাসনের নির্দেশনা ব্যতীত নিজ উদ্যোগে রাস্তাঘাট বন্ধ করে দেয়। তাহলে প্রশাসন, সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি চলাচলসহ নিত্য প্রয়োজনীয় ও জীবন রক্ষাকারী সামগ্রী পরিবহন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এ সুযোগে মূল রাস্তার ভেতরের দিকে জনসমাগম হওয়ার সুযোগ রয়েছে। অতি উৎসাহী হয়ে এধরণের কর্মকান্ড না করে বরং নিজ ও পরিবারের সুরক্ষার্থে যার যার ঘরে অবস্থান করুন।