খবর৭১ঃ
মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ সারা বিশ্বের মতো বাংলাদেশেও নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। করোনাভাইরাসের প্রভাবে সারাদেশের মানুষ ঘরে বন্দি। দিনমজুর, গরীব, অসহায় মানুষগুলো আকাশপানে চেয়ে আছে সৃষ্টিকর্তার দয়ার আশায়। এমন যখন পরিস্থিতি ঠিক তখন এগিয়ে আসেন ঐক্য আদর্শ সমাজ মঙ্গলবার বিকেলবেলা। ২৬ জন হতদরিদ্রের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ করেন। চাল, ডাল, পেয়াজ, আলু, তেল, বিতরণ করা হয়েছে।
মুরাদনগর উপজেলা জাহাপুর ইউনিয়ন কেয়টগ্রাম ঐক্য আদর্শ সমাজ উদ্যোগে এ প্রতিষ্ঠানটি বিভিন্ন সামাজিক মূলক কাজে তারা অংশগ্রহণ করে থাকেন। এটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক জনকল্যাণমূলক সংগঠন) কেয়টগ্রাম ঐক্য আদর্শ সমাজ সামাজিক সংগঠনের পক্ষ থেকে গ্রামের অসহায় দরিদ্র মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, এ সময় সংগঠনের নেতৃবৃন্দ গ্রামের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান, ওই সময় সকলের উদ্দেশ্য বলেন- নিজের জীবন বাচাতে সবাই সচেতনতার সাথে চলুন,প্রবাসীদেরকে হোমকোয়ারেন্টাইনে রাখুন, নিজে বাচুঁন, অপরকে বাচঁতে সহায়তা করুন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ ফারুক, প্রতিষ্ঠাতা সমন্বয়ক প্রধান এম,এ,হানিফ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল, আব্দুল কাদের, সংগঠনের সম্মানিত সিনিয়র সদস্য মোঃ রুবেল, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ আলমগীর, রেজাউল করিম, শাওন আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ মামুন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুল, মাহবুব, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মমেন, কার্যকরী সদস্য মোঃ আমিরুল, হাফেজ , আক্কাস, খাইরুল, , ইমন, সালাউদ্দিন, প্রমূখ